odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
জাতিসংঘ মহাসচিব ,গুতেরেস

ভিসা বন্ধ করা মূলনীতির লঙ্ঘন

Admin 1 | প্রকাশিত: ৩ February ২০১৭ ০০:০৫

Admin 1
প্রকাশিত: ৩ February ২০১৭ ০০:০৫

জাতিসংঘের নতুন মহাসচিব অ্যাস্তোনিও গুতেরেস সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জাতিসংঘরে সদর দফতরে সাংবাদিকেদের অ্যাস্তোনিও গুতেরেস বলেন, ৭টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভিসা বন্ধ করা জাতিসংঘের মূলনীতির লঙ্ঘন। তিনি বলেন, সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক বন্ধ করা উৎকৃষ্ট পন্থ নয়।

সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া কথা জানিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক এই প্রধান বলেন, আজ সিরীয়দের পাশে দাঁড়া খুবই দরকার। আমি জোর আশাবাদী যুক্তরাষ্ট্র তাদের জায়গা থেকে সরে এসে শিগগিরই শরণার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস



আপনার মূল্যবান মতামত দিন: