odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ December ২০১৯ ০২:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ December ২০১৯ ০২:৩৭

 

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০১৯  : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ সকালে এখানে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি এ শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন।
পরে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অপর একবার পুষ্পস্তবক অর্পণের ভেতর দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে নবমবারের পুননির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।



আপনার মূল্যবান মতামত দিন: