odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নারী অধিকার সমুন্নত রাখতে নৌকার নমিনেশন ঝরা'ই পাবে ঃ সোনারগাঁও পৌরসভা বাসী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ December ২০২০ ০২:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ December ২০২০ ০২:৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনী প্রচারণায় এগিয়ে মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা। শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন মেয়রপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা। আজ সরেজমিনে সোনারগাঁওয়ে গিয়ে পৌরসভার মেয়র প্রর্থী ঝরা কে জনসংযোগ করতে দেখা যায়, এসময় ঝরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম দেন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিএ তুলে ধরেন
এবং তিনি আসাবাদ ব্যাক্ত করেন সোনারগাও পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে তিনি সোনারগাঁও পৌরসভার মেয়র হবেন। এসময়ে পৌরসভার এলাকাবাসীর মুখে বলতে শোনা যায় নারী অধিকার সমুন্নত রাখতে নাসরীন সুলতানা ঝারা'র বিকল্প নাই এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ঝরা কেই নমিনেশন দিবে।

সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী “ নাসরিন সুলতানা ঝরা” আজ পৌরসভার নোয়াইল , রাইজদিয়া ও আমিনপুরে বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীক পাবার প্রত্যাশা নিয়ে গণসংযোগ করেন। আজ শুক্রবার দুপুরের পর থেকে রাত সাতটা পর্যন্ত এই গণসংযোগ চলে।


গণসংযোগে তার সাথে উপস্হিত ছিলেন পৌরসভা যুবলীগের সহ সভাপতি—অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা—ইকবাল,পৌরসভা যুবলীগ নেতা—গাজী তোফায়েল, পাপন, রিফাত, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি —মো. জসীম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আব্দুর রউফ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি—মজিবুর রহমান, যুবলীগ নেতা— সুমন,খোরশেদ,সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা,সাফিয়া নুর শান্তা, তাহমিদা, তানিয়া। আওয়ামীলীগ নেতা—বাচ্চু, দীলীপ, বাতেন,তাহের আলী, শফিউদ্দিন।ছাত্রলীগ নেতা/-আলমগীর, হাসান, বাবু, মিজান এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: