odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বিদ্রোহী প্রার্থীরা ভবিষ্যতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবে না: কাদের

A.I Amir | প্রকাশিত: ১৪ January ২০২১ ২২:২৬

A.I Amir
প্রকাশিত: ১৪ January ২০২১ ২২:২৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিরোধী প্রার্থী হয়েছেন, ভবিষ্যতে তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন না। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা হচ্ছেন, তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না। যারা বিদ্রোহ না করে দলের সিদ্ধান্ত মেনে চলবেন এবং দলীয় প্রার্থীর বিজয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, তাদের দলের ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’

করোনাভাইরাসের ভ্যাক্সিন নিয়েও বিএনপি অপরাজনীতি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভ্যাক্সিন নিয়েও বিএনপি অপরাজনীতির প্রয়াস চালাচ্ছে। দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: