odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে মুরাদকে অব্যাহতি 

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৮ December ২০২১ ১০:৩৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৮ December ২০২১ ১০:৩৬

 

email sharing button

জামালপুর, ৭ ডিসেম্বর, ২০২১  : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে আজ বিকেলে আওয়ামী লীগের জামালপুর জেলা কার্যনির্বাহী কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এর আগে আজ মন্ত্রিসভার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। 
জামালপুর জেলা আওয়ামী লীগ শহরের বকুলতলা এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/৯ ধারা মোতাবেক সংগঠনের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে মুরাদকে অব্যাহতি দিয়েছে। 
এতে সভাপতিত্ব করেন জামালুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
তিনি বলেন, মুরাদের সাম্প্রতিক ফেসবুক লাইভ, টক-শো, বিভিন্ন বিবৃতিতে এবং একজন চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে তার টেলিফোনে কথোপকথনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
বাকী বিল্লাহ আরও বলেন, ‘তদনুসারে, আমরা মনে করি যে, ডাঃ মুরাদ হাসানের সকল কর্মকান্ড আওয়ামী লীগের নীতির পরিপন্থী এবং সর্বসম্মতিক্রমে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।"



আপনার মূল্যবান মতামত দিন: