odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

| প্রকাশিত: ৭ April ২০২২ ০৬:২৮


প্রকাশিত: ৭ April ২০২২ ০৬:২৮

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাস ভবনে ফিরেছেন। 

বুধবার (৬ এপ্রিল) সন্ধা ৬টার দিকে গুলশানের বাসভবন ফিরোজার দিকে রওনা হন।

এর আগে ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে  খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করার কথা রয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।

শারীরিক অবস্থার উন্নতি হলে, চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: