odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

যুবলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম

| প্রকাশিত: ১৫ April ২০২২ ০৭:৫৬


প্রকাশিত: ১৫ April ২০২২ ০৭:৫৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে  রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করে আসছে।

১ লা রমজানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কার্যালয়ের সামনে এমন মানবিক, ধর্মীয়, নান্দনিক কাজের উদ্বোধন করেন  বাংলাদেশ আওয়ামী  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলসহ যুবলীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর -দক্ষিন এর নেতৃত্ব উপস্থিত ছিলেন। 

শুধু তাই নয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ প্রতিদিন  অফিসে পবিত্র কুরআন শরীফ তেলওয়াত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এরপর  যুবলীগের অফিসের সামনে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 যুবলীগের এমন মানবিক কাজ রমজান মাসব্যাপী চলবে। প্রতিদিনের এই ইফতার বিতরণ কার্যক্রমে  আজকের ইফতার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগাঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম,জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল ত্রান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল,উপ তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, কৃষি ও সমবায় উপ সম্পাদক রওশন জামির রানা,উপ ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য,নির্বাহি সদস্য শাম্মি খান,ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক গোফরান গাজী, উপ- দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, সদস্য আলতাফ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃত্ব।

 



আপনার মূল্যবান মতামত দিন: