odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করল বঙ্গবন্ধু পরিষদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ April ২০২২ ০৪:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ April ২০২২ ০৪:১৩

১৭ই এপ্রিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি।

১৫ এপ্রিল (শুক্রবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজনের বিষয়টি জানান, কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

১৭ই এপ্রিল (রোববার) জাতীয় প্রেস ক্লাবের দোতলায় জহুর হোসেন চৌধুরী হলে বিকেল ৩.৩০ মিনিটে সভার সূচি নির্ধারণ করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ এস এ মালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইয়াফেস ওসমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফীন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অনুষ্ঠানে সদস্য ও শুভানুধ্যায়ীদের আলোচনা সভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণ বা স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে সভায় না এসে কিংবা দেশের অন্যত্র বা  বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার ব্যবস্থা করা হয়।  শুধু তাই নয়, যারা এই পরিষদের সদস্য নন তারাও ইতিহাস ও তথ্য জানার লক্ষ্যে অনুষ্ঠানে উপিস্থিত হতে পারবেন ।


সভার শেষাংশে যে প্রশ্নোত্তর পর্ব থাকবে তাতে দেশ বা বিদেশের ভার্চুয়ালি যুক্ত দর্শকরাও অংশ নিতে পারবেন।

জুম লিংক বা আইডি-পাসওয়ার্ড -
Topic: Mujibnagar Day Celebration 
Join URL: https://bdren.zoom.us/j/64681039609?pwd=NGZuZVFoMXFGVGdoUXIzN0NkbVF6QT09 
Session ID: 64681039609 
Session Password: 2627 
Session Start time: 2022-04-17 15:15:00 
Powered by BdREN



আপনার মূল্যবান মতামত দিন: