odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোনাগাজীর পল্লী চিকিৎসক পিংকু বালামী

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২২ ০৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২২ ০৯:২৬

 

পিংকু বালামী নামের সোনাগাজীর পল্লী চিকিৎসক হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ইয়াছিন আরাফাত তাওহীদ নাম রেখেছেন। তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামের তপন বালামীর ছেলে।
গত শুক্রবার (২৭ মে) আসরের নামাজের পর তিনি ফেনীর জহিরিয়া মসজিদের খতিব মাওলানা ইলিয়াছের থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি প্রকাশ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন নাম ইয়াছিন আরাফাত তৌহিদ পরিচয় দিয়ে বলেন, আমি দীর্ঘদিন নবী-রাসূলগনের জীবনী পড়ে এবং ইসলাম ধর্মের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হই। ২০২১ সালের মার্চ মাসে আমি এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা করি। কিন্তু কিছু সমস্যার কারণে তা প্রকাশ করিনি। সর্বশেষ শুক্রবার ইসলাম ধর্মে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি প্রকাশ্যে কলেমা পড়েছি।
ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ বলেন, ইসলাম ধর্ম সকলের জন্য শান্তি এবং প্রশান্তির ধর্ম। হিন্দু ধর্মাবলম্বী ওই যুবক বিষয়টি বুঝতে পেরে ২০২১ সালে আদালতে এফিডেভিট করেন। 
পরে তিনি মসজিদে এসে কালিমা পড়ার আগ্রহ প্রকাশ করলে তার ইচ্ছে অনুযায়ী তাকে কালেমা পড়ায়।
সুত্র abn


আপনার মূল্যবান মতামত দিন: