odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ডোমিনিকান প্রজাতন্ত্রের

মন্ত্রীকে নিজ দপ্তরে গুলি করে হত্যা

odhikarpatra | প্রকাশিত: ৮ June ২০২২ ০৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ৮ June ২০২২ ০৩:১৪

ডোমিনিকান প্রজাতন্ত্রের পরিবেশ বিষয়ক মন্ত্রী অর্ল্যান্ডো জর্জ  মেরা  সোমবার ব্যবসায়ী ও দীর্ঘদিনের বন্ধুর সাথে সাক্ষাতকালে গুলিতে নিহত হয়েছেন। তার  বন্ধুকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সরকার একথা জানায়। খবর এএফপি’র।

আইনজীবী ও রাজনীতিবিদ ৫৫ বছর বয়সী জর্জ মেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লানকোর (১৯৮২-৮৬) পুত্র এবং তিনি ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রধান ছিলেন।
প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমারো ফিগুয়েরোয়া বলেন, ‘আমরা খবর পেয়েছি যে আজ সকালে পরিবেশ মন্ত্রী নিহত হন। তার নিজ দপ্তরে বন্দুক হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারান।
তিনি বলেন, হামলাকারী হিসেবে চিহিৃত মিগুয়েল ক্রুজ নিহত মন্ত্রীর ব্যক্তিগত বন্ধু ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: