odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬
সিরাজদিখানে

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

odhikar patra | প্রকাশিত: ৬ September ২০২২ ০৩:৪৪

odhikar patra
প্রকাশিত: ৬ September ২০২২ ০৩:৪৪

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

আজ সোমবার ( ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর দিঘিরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মনির জানান, গাছের পাশে  বৈদ্যুতিক লাইনের তার ছিলো। অসতর্কতা অবস্থায় ওই ব্যাক্তি গাছের ডাল কাটলে  ডাল গিয়ে তারের সাথে লাগলে বৈদ্যুৎস্পৃষ্টে  তার মৃত্যু হয়। এসময়  গাছের সাথে ঝুলে থাকে অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ৯৯৯এ কল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে পায়ে রশি বেঁধে গাছের উপর থেকে নিহতের মরদেহ নিচে নামিয়ে আনা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: