odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে-কৃষিমন্ত্রী

odhikar patra | প্রকাশিত: ১৬ November ২০২২ ০৭:২২

odhikar patra
প্রকাশিত: ১৬ November ২০২২ ০৭:২২

বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ইচ্ছা করলেই ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। হেফাজতে ইসলামও এমন বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। কিন্তু রাতে দেখলাম শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। ১০ ডিসেম্বর এরকম কিছু করতে চাইলে শাপলা চত্বরের মতো পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র উদ্বোধন এবং আমন ধান কর্তন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের শঙ্কা উড়িয়ে দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এবার প্রচুর আমন শস্য উৎপাদন হয়েছে। ফলে দুর্ভিক্ষের কোনও শঙ্কা নেই। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনও দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলমান থাকলে মানুষের একটু কষ্ট হতে পারে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের বড় রফতানিকারক দেশ। তাদের যুদ্ধের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বারবার সতর্ক করছেন। বিশ্বের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস হিসেবে আমাদের সতর্ক হতে হবে।

স্থানীয় কৃষি খাত নিয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গার কৃষি হবে বাংলাদেশের মডেল। আধুনিক, উন্নত ও কৃষকের জন্য লাভজনক কৃষি অর্থকরী কৃষি। ফলমূল ও শাকসবজিতে বিপ্লব ঘটবে চুয়াডাঙ্গায়। এর আগে দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এছাড়া চুয়াডাঙ্গায় আয়োজিত নবান্ন উৎসব, কৃষক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: