odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

র‌্যাগিংয়ের নামে নির্যাতন ও যৌন হয়রানির মত ঘটনার দায় ‘শুধু ছাত্র সংগঠনগুলোর নয়: সাদ্দাম হোসেন

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৭ February ২০২৩ ১০:০৯

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৭ February ২০২৩ ১০:০৯

র‌্যাগিংয়ের নামে নির্যাতন এবং যৌন হয়রানির মত ঘটনার দায় ‘শুধু ছাত্র সংগঠনগুলোর নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শিক্ষাপ্রতিষ্ঠানকেও এর দায় নিতে হবে মন্তব্য করে তিনি বলেছেন, “র‌্যাগিং ও যৌন হয়রানির ঘটনা ঘটবে, আর ছাত্ররাজনীতির উপর দায় চাপিয়ে দেওয়া হবে, তা হতে পারে না। কলেজ, বিশ্ববিদ্যালয়, হল প্রশাসনকে এর দায় নিতে হবে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বছরের একটি দিনকে র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুলিং প্রতিরোধ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচির পথযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সভাপতির বক্তব্যে সাদ্দাম বলেন, ‘র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য অনেক সমস্যা হচ্ছে। এর জন্য সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আহ্বান জানাবো আপনারা বছরের একটি দিন ঠিক করুন। যে দিনকে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যারসমেন্ট, বুলিং, র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে। আমরা মনে করি একটি দিনকে যদি সচেতনতামূলক প্রতিরোধ দিবস হিসেবে বেচে নিতে পারি তাহলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ আরও বেশি উন্নত হবে, সাংস্কৃতিক পরিবেশ অনেক উন্নত হবে।

সমাবেশে মাজহারুল কবির শয়ন বলেন, হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি হ্যারাসমেন্ট, র‍্যাগিং সেল গঠন করতে হবে। আমরা বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে আপনারা এন্টি হ্যারাসমেন্ট সেল ও র‍্যাগিং সেল গঠন করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রশাসনের প্রতি আলটিমেটাম দিতে চাই আপনারা অতি দ্রুত এন্টি হ্যারাসমেন্ট সেল ও এন্টি র‍্যাগিং সেল গঠন করুন। যদি এটি করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে৷

সমাবেশে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাবির হল শাখা, ঢাকা কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: