odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

পোশাক নিয়ে ফের তোপের মুখে অঞ্জলি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ March ২০২৩ ০৩:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ March ২০২৩ ০৩:৫৫

‘কাঁচা বাদাম’ রিলে নেচে  ভাইরাল হন  অঞ্জলি অরোরা। এরপর থেকে নিয়মিত ইনস্টাগ্রাম রিলে দেখা যায় এই সুন্দরীকে। তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ধেয়ে এলো কটাক্ষের বন্যা।

তার এ সাজসজ্জা ও রিল বানানো নাকি অনুরাগীদের দাবি মেনেই। এমনটাই লিখেছেন রিলের ক্যাপশনে। অনুরাগীদের সেই ‘অন ডিমান্ড’ পূরণ করতে পারেননি অঞ্জলি। অন্তত তেমনটাই দেখা গেছে অধিকাংশের কমেন্টে।

এদিন সাদা টপ ও কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। পায়ে চামড়ার বুট। ক্যামেরার কেরামতিতে ধরা পড়েছে তার সুঠাম চেহারা। 

নেটিজেনদের কারো মন্তব্য, ‘সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ কেউ লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’

তবে এদিন যে শুধু নিন্দাই শুনতে হয়েছে অঞ্জলিকে তা নয়, প্রশংসাও কুড়িয়েছেন কারো কারো। তবে সেই সংখ্যা একদমই সামান্য।



আপনার মূল্যবান মতামত দিন: