odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

হেলিকপ্টারে ছেলেকে নিয়ে মায়ের বাড়ি পরীমণি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ০৪:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ০৪:৫৯

 ছেলেকে নিয়ে এবারই প্রথম নিজ বাড়িতে গেলেন পরীমণি। পরীমণি ও রাজের একমাত্র ছেলে রাজ্য।

গতকাল ছেলেকে নিয়ে উড়ে নিজ বাড়িতে যাওয়ার খবর জানান চিত্রনায়িকা।  ছেলেকে নিয়ে নায়িকা একাই গিয়েছেন ভান্ডারিয়ার নিজ বাড়িতে।

 পরীমণি ফেসবুকে রাজ্যকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণের ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। সেখানে  বাতাসের  প্রবল শব্দ, সাথে শোনা যাচ্ছে হেলিকপ্টারের পাখা ঘোরার  আওয়াজ। মায়ের  কোলে   ঘুমাচ্ছে রাজ্য। 



আপনার মূল্যবান মতামত দিন: