odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পাকিস্তানি ড্রোন ভূপাতিত করল ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ April ২০২৩ ০১:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ April ২০২৩ ০১:৫৬

একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিন জানায় বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ওই ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল।

বিধ্বস্ত ড্রোনটি থেকে একে-৪৭ সিরিজের স্বয়ংক্রিয় রাইফেলের ম্যাগাজিন, নগদ অর্থ এবং একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বেরি পাটন এবং সিওটের মধ্যবর্তী অঞ্চলে ভারতীয় আকাশসীমায় সন্দেহজনক ড্রোনটি উড়তে দেখে গুলি চালান টহলদার সৈন্যরা। বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানের সময় অস্ত্র এবং টাকা উদ্ধার হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: