odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরীমনির 'মা'

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ April ২০২৩ ২২:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ April ২০২৩ ২২:৩৫

সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। আবার একই সময়ে বাস্তবেও তিনি মাতৃত্বের অনুভবের সাক্ষী হয়েছেন। ফলে ছবিটি তার মনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। সেই বিশেষ ছবির নাম ‘মা’। যেটি মুক্তি পাচ্ছে নারী দিবস (১৪ মে) কেন্দ্র করে আগামী ১৯ মে।

গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। 

মুক্তির বার্তা দিয়ে হাত গুটিয়ে বসে রইলেন না ছবির নির্মাতা অরণ্য আনোয়ার। শুরু করে দিয়েছেন প্রচারণার কাজ। ইতিপূর্বে প্রকাশ করেছেন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন এবং ট্রেলার। এবার প্রকাশ্যে এলো ছবিটির বিশেষ গান ‘সোনার কাঠি রূপার কাঠি জাদুর কাঠি রে’।

শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির। কম্পোজিশনে মুনতাসি। 



আপনার মূল্যবান মতামত দিন: