odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছাবার্তা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৪:৩১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৪:৩১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এক যুক্ত-বিবৃতিতে দলটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।   

এই যুক্ত-বিবৃতিতে তাঁরা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ওই দিনটি সৌর-করোজ্জল একটি উজ্জ্বল দিবস। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৩ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ-পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮-এর ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তাঁর ৬-দফার আন্দোলন ও ’৬৯ এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। 

আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।  

আজকের এই ঐতিহাসিক ২৩ জুন তারিখে দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা সবাই প্রতিশ্রতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলবো। “জয় বাংলা” “ জয় বঙ্গবন্ধু”



আপনার মূল্যবান মতামত দিন: