odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সারাদেশে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির শুরু

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৪:৩৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৪:৩৭

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আওয়ামী যুবলীগ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার গুলিস্থানের কাজী বশির মিলনায়তন প্রাঙ্গণে আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সারাদেশের যুবলীগের নেতৃবৃন্দকে গাছলাগানোর আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস্ পরশ বলেন, নামে মাত্র দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের যত্ন নেওয়া অপরিহার্য। এটা শুধু একটা কর্মসূচি না, এটা বৃক্ষরোপণ অভিযান। এই উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে যুবলীগের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন-পৌরসভা-উপজেলা-জেলা ও মহানগরে বৃক্ষরোপণ করবে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। কারণ শুধু বৃক্ষরোপণ করলে চলবে না, বৃক্ষ পরিচর্যা করতে হবে সারা বছর।

অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, আজকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়ের দায় কিন্তু উন্নত দেশের আমাদের নয়। তারপরেও পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ করতে হবে, এর কোন বিকল্প নাই।



আপনার মূল্যবান মতামত দিন: