odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আমেরিকা তাকে ভিসা দেয়নি এটা মিথ্যা কথা : সালমান এফ রহমান

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:২৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ July ২০২৩ ০০:২৬

ডেক্স নিউজ :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা।

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা। সালমান এফ রহমান বলেন, যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ।

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। দলীয় কোন্দল কমিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের বুকলেট তৈরি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন সালমান এফ রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: