odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মোহাম্মদ আলী আরাফাত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৭ July ২০২৩ ০৩:২৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৭ July ২০২৩ ০৩:২৫

নিজস্ব প্রতিবেদক:

শপথ নিয়েছেন জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

আজ বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: