ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

জয়ের জন্মদিনে যুবলীগের দোয়া

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:১২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:১২

নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠান হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। 

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট শিক্ষিত মানুষের হাত ধরে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এ দেশের কিছু কুলাঙ্গার জাতির পিতার পরিবারের সাথে খুনি জিয়ার পরিবারের তুলনা করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- এ দেশে বঙ্গবন্ধু পরিবারের সাথে খুনি জিয়া পরিবারের তুলনা হতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের শিক্ষাগত যোগ্যতা আর খুনি তারেকের শিক্ষাগত যোগ্যতা যেমন এক নয় তেমনি বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সব সময় মানব সেবায়, দেশের সেবায় নিয়োজিত। আর খুনি জিয়ার পরিবার সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, লুটপাটের সাথে জড়িত।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, মো. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদাসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

 



আপনার মূল্যবান মতামত দিন: