odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না : যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:২০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:২০

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২৮ জুলাই শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনো বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।  আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ কথা বলেন। 

মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামীকাল শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এই সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ঢল নামবে ঢাকাতে।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হামলায় ১০ জন প্রাণ দিয়েছে জানিয়ে নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নয় বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: