odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নয়,বাতিলের দাবি বাসদের

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ August ২০২৩ ০৫:৫২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ August ২০২৩ ০৫:৫২

অধিকার পত্র ডেক্স নিউজ :

ডিজিটাল নিরাপত্তা আইন ‘পরিবর্তনের নামে’ একই রকম নিবর্তনমূলক সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের ‘চক্রান্তের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। আজ শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এই আইনটি বাতিলের দাবি জানিয়েছে উল্লেখ করে সমাবেশে নেতারা বলেন, ‘দেশি-বিদেশি নানামুখী চাপে পড়ে সরকার এই দমনমূলক আইনটি বাতিল না করে পরিবর্তনের মাধ্যমে কৌশলে একই ধরনের নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ৬০টি ধারার সবগুলোই নতুন সাইবার নিরাপত্তা আইনে থাকবে। শুধু অজামিনযোগ্য আটটি ধারা জামিনযোগ্য করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে শাস্তির মাত্রা কিছুটা কমিয়ে জেল জরিমানার জায়গায় শুধু জরিমানা করা হয়েছে। ডিএসএর ২১ ও ২৮ ধারা দুটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার।’

বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য ফন্দি-ফিকির করছে বলেও অভিযোগ করেন নেতারা। তারা বলছেন, ক্ষমতায় থেকেই জাতীয় নির্বাচন করার চেষ্টা করছে। ফলে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণের যে লড়াই তাকে দমন করার জন্যই সাইবার সিকিউরিটি আইনটি করার চেষ্টা করছে। অতীতের স্বৈরশাসকদের মতই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা ও বিরোধীমতকে দমন করার কাজে ব্যবহৃত হবে।

নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক কানাকানগুলো বাতিল ও একই ধরনের দমনমূলক সাইবার নিরাপত্তা আইন করার সরকারের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য সকল প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস ও সদস্য জুলফিকার আলী।



আপনার মূল্যবান মতামত দিন: