odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে ডাক দিতে এসেছি : ওবায়দুল কাদের

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৯ August ২০২৩ ০৩:৩৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৯ August ২০২৩ ০৩:৩৫

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আপনাদের ডাক দিতে এসেছি, অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে।’ আজ সোমবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সামনে একটা নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে আমি আপনাদের ডাক দিতে এসেছি, অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে। যারা একুশে আগস্ট, ১৫ আগস্ট ঘটিয়েছে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা, নাম বলতে আমি বাধ্য, বিএনপি। এই দলটি সাম্প্রদায়িকতার ঠিকানা, জঙ্গিবাদের ঠিকানা।’

তিনি বলেন, ‘এই অপশক্তির যারা পৃষ্ঠপোষক। তাদের বিরুদ্ধে আমরা মুখোমুখি। আমাদের তাদের মোকাবিলা করতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভুলত্রুটি আছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের যে চেতনা, সেই চেতনা আমাদের আছে। আমাদের আপনাদের, সবার একই চেতনা।’

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষ হওয়া মাত্র আগত অতিথিরা হাততালি দিতে থাকেন। শোকের অনুষ্ঠানে হাততালি দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন তিনি। পরে তাৎক্ষণিকভাবে হাততালি দিতে নিষেধ করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: