odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দেশের মানুষ একমাত্র শেখ হাসিনাকে চায়: মতিয়া চৌধুরী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ September ২০২৩ ০৫:০১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ September ২০২৩ ০৫:০১

অধিকারপত্র ডেক্স:

দেশে মানুষ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায় বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মতো তার কন্যার ওপর দেশের মানুষ ভরসা রাখে।’

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। এখন দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে পেট ভরে ভাত খেতে পারে, বাঁচার নিশ্চয়তা পায়। বঙ্গবন্ধুর কন্যা ছাড়া দেশের মানুষ কারও ওপর ভরসা পায় না, একমাত্র তার ওপরই ভরসা পায়।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি হয়েছে, তাই দেশের মানুষ আগামীতে তাকেই চায়। বিএনপি যদি বাধা না দেয় তাইলে মানুষ অবশ্যই নৌকাকে ভোট দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী করবে।’

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: