odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই: রেজা কিবরিয়া

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ September ২০২৩ ০৩:১৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ September ২০২৩ ০৩:১৬

অধিকারপত্র ডেক্স :

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সরকারের গুম-খুন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টেও স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্রেসক্লাবে আকরাম খাঁ হলে গণঅধিকার পরিষদ (একাংশ) আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ড. রেজা কিবরিয়া বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যে আরও কিছু আন্তর্জাতিক খবর শুনতে পাবেন, কিছু দেশের স্যাংশন দেখতে পাবেন— সরকারের অপকর্মের বিরুদ্ধে। তাই এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে, বিদেশেও দেশের মান-সম্মান ধূলিস্যাৎ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্রড (প্রতারণা) ও অত্যাচার করে গত দুইটা নির্বাচন পার হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইবার ফ্রডের শিকার হয়ে তৃতীয়বার আবার কে তাদের বিশ্বাস করবে? বাঙালিরা এতটা সহজ নয়, কিছু দালাল আর দালাল দল ছাড়া কেউ (নির্বাচনে) থাকবে না।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের লোকেরা গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলছে। কারণ বাংলাদেশে গণতান্ত্রিক কোনও ব্যবস্থা অবশিষ্ট নেই। আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আন্দোলন করেছিল। এখন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

গণঅধিকার পরিষদের (একাংশের) সিনিয়র আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, সিনিয়র আইনজীবী মহসিন রশিদ এবং দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: