odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ October ২০২৩ ২০:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ October ২০২৩ ২০:১০

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।

তার পর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামব না। অনেক বাধা আসবে, এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’

এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: