odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নাগরিক সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান ছিল যুবলীগের দখলে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ November ২০১৭ ২০:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ November ২০১৭ ২০:১৩


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের  ভাষণকে ইউনেস্কোর “মোমোরী অব দ্যা ওয়ার্লড” বা বিশ্বের স্মৃতি হিসেবে স্বীকৃতি হওয়ায় আজ শনিবার ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী উদ্যানে’ নাগরিক সমাবেশে জনসভা স্থল ছিল কানায় কানায় পরিপূর্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থল এ তিল ধারনের ঠাই ছিলনা । সমাবেশ স্থলে  দেখা গেছে  সবুজ গেঞ্জি,সবুজ টুপি ওসবুজ লাল রুমালের  এক সমাবেশ এবং বুকে মনোগ্রাম লেখা। বাংলাদেশ আওয়ামী-যুবলীগ  ঢাকা মহানগর দক্ষিণ ।

ঢাকা মহানগর দক্ষিণ এর সফল সভাপতি ঈসমাঈল   চৌধুরী সম্রাট বেশ কিছু ‍দিন অসুস্থ থাকার  পর আজকের নাগরিক সমাবেশে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগমন উপলক্ষে তার রাজকীয় পর্ত্যাবর্তন সকলের নজর কেরেছে । বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সাথে মাঠের মধ্যে  দাড়িয়ে কর্মীদের সাথে যুবলীগ –শেখ হাসিনা । শেখ হাসিনা যুবলীগ  এর স্লোগানে  সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে ।আওয়ামীলীগ এর অন্যান্য শরিকদের উপস্থিতি থাকলেও যুবলীগের সবুজ টুপি সবুজ ক্যাপ ও লাল রুমাল ছিল সকলের হাতে ।যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এর সাধারন সম্পাদকআলহাজ্ব হারুন অর রশীদ এর নের্তৃত্যে যুবলীগ দক্ষিন এর সভাপতি ঈসমাঈল চোধুরী  সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজার নের্তৃত্যে যুবলীগ দক্ষিন এর হাজারো নেতা কর্মী রমনা কালী মন্দিরের গেইটে অবস্থান করে।

পরে সাড়ে ১১টায় ‘এস এস এফ’ এর গেইট খুলে দিলে যুবলীগ দক্ষিন সোহরাওয়ার্দী উদ্যানে ভরে ফেলে, পরে অবশ্য মহানগর উত্তররের সভাপতি আলহাজ্ব মাইনুল হাসান নিখিল ও সাধারন সম্পাদক ইসমাঈল  হোসেনের নের্তৃত্যে মহানগর উত্তর সমাবেশ স্থলে যোগদান করেন। আজকের নাগরিক সমাবেশে সকাল ১০টা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন শেষ হওয়া পর্যন্ত যুবলীগ পুরো সোহরাওয়ার্দী উদ্যান  জমিয়ে রাখে ।



আপনার মূল্যবান মতামত দিন: