odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডামি ফলাফল, ডামি এমপি, ডামি শপথ : দাবি রিজভীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ January ২০২৪ ১৫:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ January ২০২৪ ১৫:২৮

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতারণার ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘বাংলাদেশে রাজনীতির ইতিহাসে ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি এজেন্ট, ডামি পর্যবেক্ষক, ডামি ফলাফল, ডামি এমপি, ডামি শপথের মধ্য দিয়ে গতকাল ওয়ান–ইলেভেনের কৃষ্ণতম দিবসে একদলীয় ফ্যাসিবাদের হুংকারে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। ‘অচিরেই এই সরকার চোরাবালিতে হারিয়ে যাবে। 



আপনার মূল্যবান মতামত দিন: