odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

৭ জানুয়ারির নির্বাচনে সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়েছে : ইনু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ February ২০২৪ ১৩:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ February ২০২৪ ১৩:৫৮

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার মাধ্যমে নির্বাচন বানচাল করা অপচেষ্টা, সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা সমুন্নত রেখে যথাসময়ে সংসদের কার্যক্রম চালু হয়েছে। সুতরাং বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থ হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবজোটের জাতীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। এতে কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: