odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পটুয়াখালীতে এক মাদক কারবারির লাশ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৩ May ২০২৫ ১৬:০০

odhikarpatra
প্রকাশিত: ৩ May ২০২৫ ১৬:০০

পটুয়াখালী জেলার বাউফলের আদাবাড়িয়া  ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদককারবারির লাশ উদ্ধার  করা হয়েছে। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার  করা হয়।

দক্ষিণ  লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিলেন। তার বাবার নাম হাসান গাজী। তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার  বাবা বাউফল থানায় একটি জিডি করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই  ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা  হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল।

খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতেন। তার নামে  থানায় একাধিক  মামলা রয়েছে। পুলিশের ভয়ে খলিল এক সময় ঢাকা  চলে যান। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসেন।  মঙ্গলবার  রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খলিল মাদকব্যবসা ছেড়ে  দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাউফল  থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো  হয়েছে। লাশ হাতে পাওয়ার পর  আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: