odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সমুদ্রের নীল জলে প্রভার বিলাস — স্কুবা ডাইভিংয়ে ঝড় তুললেন ভক্তদের মনে!

odhikarpatra | প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫২

বিনোদন ডেস্ক

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫

কাজের ব্যস্ততা ভুলে নীল সমুদ্রের গভীরে হারিয়ে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, তিনি সুইমস্যুট পরে স্কুবা ডাইভিং করছেন—যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিগুলোতে প্রভাকে দেখা যাচ্ছে, কখনও সমুদ্রের তলদেশে ভেসে বেড়াতে, আবার কখনও বিলাসবহুল নৌকায় বসে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিতে। হালকা নীল রঙের পোশাক, ফুলে সাজানো নৌকা, আর পেছনের পাহাড়-সমুদ্রের দৃশ্য ছবিগুলোকে দিয়েছে এক অপূর্ব আবহ।

 

“আমার সমালোচকরা এখন অতিরিক্ত কাজ করছে! আমার সাক্ষাৎকার, আমার ভ্রমণ, এমনকি আমার হাসিও তারা অনুসরণ করছে। চিন্তা করো না, প্রভার এই শোতে তোমাদের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনো চালু আছে—নাটক উপভোগ করো!”

যদিও তিনি কোথায় আছেন তা স্পষ্টভাবে জানাননি, ছবির আবহ ও নৌকার ধরণ (লং-টেইল বোট) দেখে বোঝা যাচ্ছে তিনি থাইল্যান্ডের ক্রাবি বা কাছাকাছি কোনো দ্বীপে অবকাশ যাপন করছেন।

ভক্তরা ছবিগুলোর নিচে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। একজন লিখেছেন, “আপনাকে অসাধারণ লাগছে,” আরেকজন মন্তব্য করেছেন, “প্রকৃতির মতোই সুন্দর।”

 


SEO কীওয়ার্ডস:

প্রভা স্কুবা ডাইভিং, Sadia Jahan Prova, Prova new photos, Prova Thailand trip, প্রভার সমুদ্র বিলাস, প্রভার ভ্রমণ, Bangladeshi actress Prova, বিনোদন সংবাদ


 



আপনার মূল্যবান মতামত দিন: