odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

জামায়াত জনগণের ম্যান্ডেট পেলে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র– দেশের নেতৃত্বে নতুন অধ্যায়ের অঙ্গীকার মোবারক হোসাইনের”

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৫ ২২:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৫ ২২:৫৭

 

যশোরে রুকন সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইনের বক্তব্য—২০২৬ নির্বাচনে স্বচ্ছ ও ভয়মুক্ত ভোট নিশ্চিতের দাবি।


 

যশোরে রুকন সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন বলেন, জনগণ ম্যান্ডেট দিলে দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে দল সম্পূর্ণ প্রস্তুত। ২০২৬ নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি জানান তিনি—যা এখন সার্চ ট্রেন্ডে অন্যতম আলোচ্য বিষয়।


জাতীয় প্রতিবেদক | বাংলাদেশ নিউজ ডেস্ক

যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর, সদর ও পেশাজীবী থানার রুকন সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, “জনগণের ভালোবাসা ও ম্যান্ডেট পেলে বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি–মুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

মঙ্গলবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, অতীতে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলা ও ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জুডিশিয়াল কিলিং’ করা হয়েছে।

‘জাতি নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে’ — মোবারক

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সাজানো মামলায় বহু নেতা হয়রানি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি এ টি এম আজহারুল ইসলামের উদাহরণ তুলে বলেন, “তিনি রাজনৈতিক অপব্যাখ্যার শিকার ছিলেন। আজ তিনি আবারও সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।”

তার বক্তব্য অনুযায়ী, এসব ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোবারক হোসাইন জানান, দলটি ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে—
➡ নির্বাচন যেন কোনোভাবেই বিতর্কিত না হয়
➡ ভোটারদের জন্য ভয়মুক্ত, নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা হয়
➡ নির্বাচন কমিশন যেন কোনো দলীয় পক্ষপাতিত্ব না করে

তিনি সতর্ক করে বলেন, “জাতির প্রত্যাশা পূরণ করেই নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।”

৩০০ আসনে প্রস্তুতি — মাঠে জামায়াত

জামায়াত নেতা জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। যশোর জেলায় ইতোমধ্যে ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তার দাবি—
➡ দলের প্রতি জনগণের আগ্রহ এখন আগের চেয়ে বেশি
➡ ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সাধারণ মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে

সম্মেলনে উপস্থিত ছিলেন

  • অধ্যাপক শামসুজ্জামান – আমীর, যশোর শহর জামায়াত
  • অধ্যাপক গোলাম রসূল – প্রার্থী, যশোর-৪
  • মাওলানা আজিজুর রহমান – প্রার্থী, যশোর-১
  • ভিপি আব্দুল কাদের – প্রার্থী, যশোর-৩
  • অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক – জেলা সেক্রেটারি
  • অধ্যাপক কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, আবুল হাসিম রেজা প্রমুখ


আপনার মূল্যবান মতামত দিন: