odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল: তারেক রহমান দুই কুল হারানোর আশঙ্কায়, মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের নাগরিকত্ব ছেড়ে দেশে সেবায় - চৌগাছায় নির্বাচনী জনসভায় বক্তব্য

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৫৭

চৌগাছা,যশোর : ৩০ নভেম্বর ২০২৫ :

অধিকারপত্র ডটকম :

বিদেশে থাকা নেতারা দেশপ্রেমিক নন: চৌগাছার জনসভায় এটিএম আজহারুল
চৌগাছা (যশোর): জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, "ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কুলই হারাবেন। তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না।"


রবিবার বিকেলে যশোরের চৌগাছার শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।


দেশপ্রেম বনাম বিদেশে অবস্থান:
এ টি এম আজহারুল ইসলাম কঠোর সমালোচনার সুরে বলেন, "যাঁরা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন, তাঁরা দেশপ্রেমিক হতে পারেন না।" এর বিপরীতে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদাহরণ টেনে বলেন, "অথচ জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাননি।"


দলের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চেয়ে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসে মানুষকে সেবা করছেন। আপনারা তাঁকে বিজয়ী করুন।’
দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি:
দল যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে সবার আগে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াতের এই নেতা।

তিনি দেশের সম্পদ পাচার প্রসঙ্গে বলেন, এ দেশটা গরিব দেশ নয়, সম্পদশালী দেশ। কিন্তু দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ‘আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন, সেখানে সবাই খুঁজে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারেনি।’
চৌগাছা উপজেলার জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এবং জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ)। জনসভায় আরও বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, যশোর-২ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: