odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬
রায়ান কুগলার পরিচালিত ছবিটি ভেঙেছে ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর রেকর্ড; ১৫ মার্চ অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী।

অস্কার মনোনয়ন ২০২৬: ১৬টি মনোনয়নে ইতিহাস গড়ল সিনার্স, ভাঙল টাইটানিকের রেকর্ড

Special Correspondent | প্রকাশিত: ২৩ January ২০২৬ ০২:২০

Special Correspondent
প্রকাশিত: ২৩ January ২০২৬ ০২:২০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারের আসরে ইতিহাস গড়ে সবচেয়ে বেশি ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত পিরিয়ড ভ্যাম্পায়ার হরর ছবি Sinners। এর মাধ্যমে অল অ্যাবাউট ইভ, টাইটানিক ও লা লা ল্যান্ড-এর ১৪ মনোনয়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল ছবিটি। সিনার্স ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। ছবির প্রধান অভিনেতা মাইকেল বি. জর্ডান পেয়েছেন সেরা অভিনেতা মনোনয়ন পাশাপাশি সহ–অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন উনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো। এর কাছাকাছি অবস্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের ছবি One Battle After Another যা পেয়েছে ১৩টি মনোনয়ন। মনোনয়ন তালিকা ঘোষণা করেন লুইস পুলম্যান ও দ্য কালার পার্পল-এর অস্কার মনোনীত অভিনেত্রী ড্যানিয়েল ব্রুকস। আগামী ১৫ মার্চ এবিসি চ্যানেলে বাংলাদেশ সময় ভোরে সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কনান ও’ব্রায়েন।

এক নজরে প্রধান কয়েকনি বিভাগের মনোনয়ন:

সেরা চলচ্চিত্র: বুগোনিয়া, এফওয়ান (F1), ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।

সেরা অভিনেতা (প্রধান চরিত্র): টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, মাইকেল বি. জর্ডান, ওয়াগনার মউরা।

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): জেসি বাকলি, রোজ বায়ার্ন, কেট হাডসন, রেনাটা রেইনসভে, এমা স্টোন।

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরাত, দ্য ভয়েস অফ হিন্দ রাজাব।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে:

সেরা মৌলিক চিত্রনাট্য: ‘Sinners’

সেরা সংগীত: লুডভিগ গোরানসন (Sinners)

সেরা সিনেমাটোগ্রাফি: Autumn Durald Arkapaw (Sinners)

সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার (Sinners)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ‘Sinners’ মনোনীত

অনুষ্ঠান সূচি:

আগামী ১৫ মার্চ, ২০২৬ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের জাঁকজমকপূর্ণ আসর। এবিসি (ABC) চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এবারের আসরটি সঞ্চালনা করবেন জনপ্রিয় টক-শো হোস্ট কোনান ও’ব্রায়েন। হলিউড এখন অপেক্ষায় ১৬টি মনোনয়ন পাওয়া ‘সিনার্স’ কি পারবে সবকটি ট্রফি নিজের করে নিতে নাকি অন্য কোনো সিনেমা চমকে দেবে বিশ্বকে?

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: