odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
বায়রা কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বরের মধ্যে করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

২০ সেপ্টেম্বরের মধ্যে বায়রার নির্বাচন করতে হবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ July ২০১৮ ১৪:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ July ২০১৮ ১৪:৪৬

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’র (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বরের মধ্যে করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা বায়রার আবেদনের ওপর আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেয়। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম। অপরদিকে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও নয় মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্বান্ত নেয়। এর বিরুদ্ধে আব্দুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্বান্ত গত ২৮ মে তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট।
এরপর আরেকটি আবেদনের শুনানি নিয়ে গত ৪ জুলাই আদেশ দেয় হাইকোর্ট।আদেশে আগামী ১২ জুলাই বায়রার বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১৩ জুলাই থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে (ডিটিও) বায়রার দায়িত্ব নিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয়। ৪ জুলাইয়ের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বায়রা। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ ‘নো অর্ডার’ আদেশ দেয়।
রিটের পক্ষে আইনজীবী জানায়, ২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য বর্তমান কমিটি নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। মেয়াদ শেষের দিকে আসায় চলতি বছরের ২২ মার্চ বায়রার নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে। নতুন তারিখ ২৪ জুন। কিন্তু এর মধ্যে বর্তমান সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে এ কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। আবেদনে সভাপতি রোজা, ঈদ, হজ, বর্ষা, ঈদুল আযহা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বাড়ানোর কথা বলেন। এর বিরুদ্ধে রিটের পর আদালত তা স্থগিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: