odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
সেক্সি

একাকীত্বের অবসান ঘটিয়ে বিয়ে করলেন সেক্সি শাকিলা জাফর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ September ২০১৮ ০৩:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ September ২০১৮ ০৩:৪৩

সঙ্গীতশিল্পী শাকিলা জাফর তার দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটিয়ে বিয়ে করলেন। বেশ ক’দিন হলো নতুন জীবনে পা রেখেছেন দেশের তারকা সংগীতশিল্পী শাকিলা জাফর। দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটিয়ে নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার জীবনসঙ্গীর নাম রবি শর্মা। সদা হাস্যোজ্জ্বল রবি তড়িৎ প্রকৌশলী হলেও এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন।

কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে। আড়াই বছর আগে শাকিলা ও রবির পরিচয়। তারা বিয়ে করেন এ বছরই। ঘরোয়াভাবে সম্পন্ন হয় এ বিয়ে। রবি শর্মা সম্পর্কে শাকিলা জাফর একাধিক মিডিয়াকে জানান, 'অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। ও আগাগোড়াই একজন ভালো মানুষ। একজন ভালো কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।'

উল্লেখ্য, প্রকৌশলী স্বামী মান্নার সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পরই দ্বিতীয় বিয়ে করলেন শাকিলা জাফর।



আপনার মূল্যবান মতামত দিন: