odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

বাবা-ছেলেসহ চাঁদপুর সড়কে ঝরল তিন প্রাণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ October ২০১৮ ১৬:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ October ২০১৮ ১৬:৫৫

চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতরা একটি অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে বাবা-ছেলে আছেন বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন।

ওসি জানান, একটি অটোরিকশায় করে পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পৌনে চারটার দিকে বাকিলা নামক স্থানে আসার পর চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন।

আহত হন অটোচালকসহ দুইজন। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: