odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

মানিক পুর কাছারি বাড়ির ঘাট খুলে দেওয়ার দাবি এলাকাবাসীর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০১৮ ১৮:৩৩

 

কাজী রেজাউল: ব্রাম্মনবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলাধীন মানিক পুর ইউনিয়নের কাছারি বাড়ির ঘাটে ২/৩ শত নারী পুরুষ গোসল করে। গোসলের তেমন সুব্যবস্থা না থাকায় এই ঘাটেই গোসল করতে হয় এলাকাবাসীকে।

এরাকাবাসীর গোসলের এই সুবিধার্থে দুইটি পাকা ঘাটও করে দেওয়া হয়েছিল সেখানে। কিন্তু পরে তা ওয়াল দিয়ে ব্লক করে দেওয়া হয়। এর কারণ আজো কেউ জানে না। এত করে বড়ই বিপাকে পড়তে হয়েছে এলাকাবাসীকে।


এই সমস্যার সমাধানে গোসলের পুনব্যবস্থার জন্য এলাকার চেয়ারম্যান জনাব আব্দুর রহিম ( চেয়ারম্যান মানিক পুর ইউনিয়ন), উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব ( চেয়ারম্যান বানছারামপুর উপজেলা পরিষদ) কাছে প্রায় তিন মাস আগে ঘাটটি গোসলের জন্য খুলে দেওয়ার আবেদন জানানো হলেও আজো পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহন করেন নি তারা।

এলাকাবাসী তাদের দাবি আদায়ের জন্য মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে।


এলাকাবাসী বলেন আমাদের আকুল আবেদন ঘাটটিকে খুলে দেওয়া হোক।



আপনার মূল্যবান মতামত দিন: