odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

পাবনায় পারিবারিক কলহে চাচার হাতে ভাতিজাসহ আহত-২

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০১৮ ২৩:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০১৮ ২৩:১১

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে রবিবার সকাল ৬টায় চাচার হাতে ভাতিজাসহ ২জন আহত হয়েছেন। আহতরা হলেন, দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত জাকির হোসেনের ছেলে মো. খাইরুল ইসলাম ও তার স্ত্রী খাদিজা বেগম। আহতরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আহতের ভাই সাইদুল ইসলাম রকেট জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার চাচা মো. লিয়াকত আলী শেখ ও তার পুত্র অরূপ শেখ তার ভাবী খাদিজা বেগমের ওপর হামলা করে। এসময় তার স্বামী মো. খাইরুল ইসলাম তাকে রক্ষা করার চেষ্টা করলে প্রতিপক্ষরা তাকেও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, এর আগেও তাদের ওপর ৩বার হামলা করা হয়।


এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: