odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ভারতে নলকূপ সারতে গিয়ে আটক হলো বাংলাদেশী কর্মী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ December ২০১৮ ০৬:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ December ২০১৮ ০৬:১৮

মামুন সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল কুড়িগ্রাম, ফুলবাড়ী থানার খলিশা কোঠাল গ্রামের এক ব্যক্তি ভারতে প্রবেশের দায়ে এক নলকূপ কর্মীকে আটক করে বিএসএফ।


সূত্র জানায়, মোঃ মফছার মেকার (60) ৭৩৪ নাম্বার সীমানায় বাংলাদেশের পার্শ্ববর্তি ভারতের এক বাড়িতে নলকুপ ভালো করতে গেলে ভারতীয় সীমান প্রহরী পুরুষ ও মহিলা বিএসএফ তাকে অাটক করে অন্যায় ভাবে বেধম মারধর করে।


এ ঘটনায় আটককৃত ব্যক্তির ভাই ও ভাতিজারা ভারতের ঐ বাড়ির মালিককে ধরে নিয়ে আসে।


পরে বিএসএফ আটকৃত মোঃ মফছার মেকারকে ছেরে দিলে তারাও ভারতের ঐ ব্যক্তিকে ছেরে দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: