odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না: কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৬:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৬:১২

শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। এ আলোর পথকে আরো উন্নত করতে হবে। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সেনবাগ বাজারের পাইলট হাইস্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপি এখন এলোমেলো, তারা হারার আগেই হেরে গেছে। আর আওয়ামী লীগ জেতার আগেই জিতে যায়।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না। আওয়ামী লীগের একমাত্র দোষ তারা জেতার আগে জিতে যায়। মনে রাখবেন, এ বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।

 

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। বিএনপির এ রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতা এলে রক্তগঙ্গা হবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক ভূঁইয়া, লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন: