odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বিএনপি’র পুনঃনির্বাচনের দাবি বাস্তবসম্মত নয় : তোফায়েল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ January ২০১৯ ১৭:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ January ২০১৯ ১৭:৩৯

ভোলা প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতোই পুনঃনির্বাচনের দাবি করুক না কেন, এটা বাস্তব সম্মত নয়। এটা কখনোই বাংলাদেশে হবে না।

আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলশা জংশন বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তোফায়েল আহমেদ এমপি এ কথা বলেছেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছিলো। সামরিক স্বৈরশাসনের মধ্য দিয়ে একটি দল হয়েছে। সেই দল রাজনীতিতে টিকতে পারে না। আস্তে আস্তে সেই দল ক্ষয়িষ্ণুর পথে এগিয়ে যাচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, মজলুম জননেতা মওলানা ভাষানীর দল ’৭০-এর নির্বাচনে অংশ গ্রহণ না করার কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। আজকে বিএনপির অবস্থাও তাই হয়েছে।

তিনি বলেন, সংখ্যায় যতই কম হোক না কেন বিএনপির সংসদে আসা উচিত। বিএনপি যদি সংসদে না আসে তা হলে আবারও একটি ভুল করবে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

এ সময় ভোলা বরিশাল সেতুর কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তোফায়েল আহমেদ।

শনিবার রাতে ভোলার ইলিশা জংশন বাজারে এবং রোববার রাতে পরাণগঞ্জ বাজারে আগুন লেগে প্রায় ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এসময় তোফায়েল ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।



আপনার মূল্যবান মতামত দিন: