odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

‘বিএনপিকে পুনর্গঠন করতে হবে’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ January ২০১৯ ১১:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ January ২০১৯ ১১:০৭

স্টাফ রিপোর্টার

কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলে দলকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনে পরীক্ষিতদের নেতাদের সামনে আনতে হবে।

শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি আমাদের পদ ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। তাহলেই বিএনপি ঘুরে দাঁড়াবে।

সভায় মওদুদ আহমদ বলেন, এখন আমাদের দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো পুনর্বাসন আর অপরটি পুনর্গঠন। এখন ক্ষতিগ্রস্ত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে পুনর্বাসন করতে হবে। আর দলের ত্যাগীদের সামনে এনে দলকে পুনর্গঠন করতে হবে।

দরকার হলে আমরা সামনে থেকে সরে যাব। তারপরও দলকে আগামী কয়েকমাসের মধ্যে পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, এটাকে কখনই নির্বাচন বলা যায় না। এই তিক্ত অভিজ্ঞতা আমাদের মনে রাখতে হবে। এটা কখনই আমাদের সংবিধান সম্মত নির্বাচন হয়নি।

বিএনপি এই নেতা বলেন, আজকে ৯৭ শতাংশ আসন মহাজোট পেয়েছে। আপনারা যদি নিউইয়র্ক টাইমস পড়েন, ওয়াশিংটন পোস্ট পড়েন, গার্ডিয়ান পড়েন, লন্ডনের অবজারভার পড়েন প্রত্যেকে, সারা দুনিয়ার কেউ বিশ্বাস করে না, সুষ্ঠূ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটা ভোট চুরির নির্বাচন হয়েছে, জনগণের ইচ্ছার প্রতিফল ঘটেনি।



আপনার মূল্যবান মতামত দিন: