odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি পাবে -তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ January ২০১৯ ১৯:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ January ২০১৯ ১৯:৩৫

স্টাফ রিপোর্টার

গণমাধ্যম ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরো বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা সাক্ষাৎ করতে এলে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। তথ্যসচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশন ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে দু’দেশের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক দু’টি চলচ্চিত্র নির্মাণ এবং ভারতের সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর সাথে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী এবং ঢাকায় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টিও আলোচনায় স্থান পায়।



আপনার মূল্যবান মতামত দিন: