odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
খেলাফত মজলিস

গণভবনে চা-নাস্তা খাইয়ে নির্বাচনের বৈধতা পাওয়া যাবে না

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ February ২০১৯ ২২:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ February ২০১৯ ২২:৫৩

স্টাফ রিপোর্টার

গণভবনে চা-নাস্তা খাইয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা অর্জন করা যাবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, ‘রাজনৈতিক সংকট দূর করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশে দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। নৈতিক অবক্ষয়ের কারণে পারিবারিক বন্ধনের ওপর চরম আঘাত এসেছে। মানুষের জান-মাল, ইজ্জতের নিরাপত্তা ভূলুণ্ঠিত। আজকে দেশে গুম, হত্যা, নির্যাতন, ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের যে সয়লাব চলছে যা থেকে জাতিকে মুক্ত করতে ইসলামী আদর্শ অনুসরণের কোনও বিকল্প নেই। তাই গোটা মানবজাতির কল্যাণের জন্যে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকট চলছে তার মূলে রয়েছে দেশে দীর্ঘদিন ধরেৎ জনপ্রতিনিধিত্বশীল সরকারের অনুপস্থিতি। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি আর জালিয়াতির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই জনগণের সরকার হতে পারে না।’

সভায় ২০১৯-২০ সেশনের জন্যে শূরা সদস্যদের গোপন ভোটে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন যথাক্রমে শেখ গোলাম আসগর ও মাওলানা আজীজুল হক। অধিবেশনে ২০১৯-২০ সেশনের জন্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর জন্যে ৪৫ সদস্যের নির্বাহী পরিষদ করা হয়।

নির্বাহী পরিষদের সভাপতি শেখ গোলাম আসগর ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক ছাড়া বাকিরা হলেন সহ-সভাপতি- মাওলানা আবদুল মান্নান, ডা. মো. রিফাত হোসেন মালিক, মাওলানা শরিফুল ইসলাম।

এছাড়া ঢাকা মহানগরী খেলাফত মজলিসের ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: