odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাবির সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ March ২০১৯ ০২:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ March ২০১৯ ০২:৫১

ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে ডাকসুর জিএস পদ প্রার্থী গোলাম রাব্বানী,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে প্রচারপত্রে, তিনি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত, খাবারের মান উন্নয়ন, হলে হলে চিকিৎসক নিয়োগ, সর্বাধুনিক সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, ডিজিটাল লাইব্রেরি কমপ্লেক্স নির্মাণ, প্রত্যেক হলে ফ্রি ওয়াইফাই জোন চালু করা সহ ঢাবির সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এছাড়া মাদক ও ধূমপান প্রতিরোধ, বিশ্বমানের গবেষণাগার, রিকশা ভাড়া নির্ধারণ, ও যান চলাচল সীমিত করারও প্রতিশ্রুতি দেন তিনি। সহিংস ছাত্র রাজনীতির ফলে আগে যেখানে শিক্ষার পরিবেশ নষ্ট হত হরহামেশাই, সেখানে বিগত বছর গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কৃতিত্বের কথা দাবি করে গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সুখে-দুখে সব সময় পাশে থেকেছে। অন্যরা ডাকসু নির্বাচনের আগে যে প্রতিশ্রুত দিচ্ছে, ছাত্রলীগ তার অধিকাংশই সম্পন্ন করে ফেলেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যা সমাধানে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গোলাম রাব্বানী বলেন, সকল সমস্যার সমাধান তো প্রধানমন্ত্রীই দিতে পারবেন। আর ছাত্রলীগই প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো সময় দেখা করতে পারে। আমাদের প্রত্যাশা- চটকদার বিজ্ঞাপনে না ভুলে, বাস্তবতার নিরিখে সামর্থ্য রয়েছে- এমন প্রার্থীদেরই বেছে নেবেন শিক্ষার্থীরা।
বিজয়ী হলে তিনি মনে করেন, বর্তমানে ছাত্র শিক্ষকের মধ্যে এক প্রকার সৌহার্দপূর্ণ সম্পর্কের ঘাটতি রয়েছে, নির্বাচিত হলে সেটি দূর করে একটি আত্মিক সম্পর্ক তৈরির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়াস রাখবেন।

গোলাম রাব্বানী বলেন, দীর্ঘ ২৮ বছর নির্বাচন না হলেও ছাত্রলীগ ডাকসুর ভূমিকাই পালন করে আসছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের রায় হবে ছাত্রলীগের পক্ষে। প্রার্থী হিসেবে এ প্যানেলে যারা আছেন, তাদেরই বেছে নেবে ভোটার।

তিনি আরও বলেন, ঢাবিতে আবাসন সমস্যাসহ বহু সমস্যা রয়েছে। ছাত্রলীগ এসব সমস্যা সমাধান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: