odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
স্কাফ হোল্ডিং রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্নহত্যা

মালয়েশিয়ায় মুন্সীগঞ্জ প্রবাসীর আত্মহত্যা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ April ২০১৯ ০২:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ April ২০১৯ ০২:০৯

মালয়েশিয়ায় মুন্সীগঞ্জ প্রবাসীর আত্মহত্যা।কুয়ালামপুরের ক্লাং লামা এলাকার একটি বিল্ডিং কন্সট্রাকশন প্রজেক্টে স্কাফ হোল্ডিং রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্নহত্যা করেছেন।

এই প্রবাসীর নাম মো: রতন। সাথের লোকজন আত্নহত্যার কারণ হিসাবে বলছেন, পরিবার থেকে টাকার জন্য চাপ ছিল কিন্তু ভিসা পেতে এজেন্সিকে নিয়মিত টাকা দেওয়ার কারণে বাড়িতে টাকা দিতে পারত না। এজেন্সি ভিসা করে দেওয়ার জন্য ব্যাক মেইল করে তার কাছ থেকে অতিরিক্ত অনেক বেশি কিছু দিন আগে তিনি ভিসাও পেয়ে ছিলেন কিন্তু এই ভিসা পেতে নিজের উপার্জনের সব অর্থ তুলে দিতে হয়েছে এজেন্সির কাছে তাই বাড়িতে টাকা পাঠাতে পারত না। জানা গেছে তিনি আগে সিগামবুট এলাকায় কাজ করতেন। কয়েক দিন আগে কাজের স্থান পরিবতন করে তাকে ক্লাং নামায় নিয়ে আসা হয়েছে। তিনি একজন ইন্দোনেশিয়ান ঠিকাদারের অধীনে কাজ করতেন।

সুএ সিটিভি



আপনার মূল্যবান মতামত দিন: