odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

স্বাক্ষর জালের আশঙ্কায় জিডি করলেন এরশাদ

Akbar | প্রকাশিত: ২৫ April ২০১৯ ১০:২৯

Akbar
প্রকাশিত: ২৫ April ২০১৯ ১০:২৯

ঢাকা, ২৫ এপ্রিল(অধিকারপত্র): স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বনানী থানায় এ জিডি (নম্বর ১৫০২) করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিথুন।

এরশাদের করা জিডির তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ।

জিডিতে অভিযোগ করা হয়েছে, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাঠ, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন, অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।



আপনার মূল্যবান মতামত দিন: